গলাচিপা উপজেলার রতনদী তালতলী ইউনিয়নের টাট্টিবুনিয়া গ্রামের বাসিন্দা সাবেক সেনা সদস্য ও মুক্তিযোদ্ধা আব্দুল সালম কাজী (৮৫) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
সোমবার রাত ১০ টা ১০ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
তিনি দুই ছেলে, এক মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার দুপুর ১২টায় টাট্টিবুনিয়া সরকরি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা, নব নির্বাচিত গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু শাহীন শাহ ও গলাচিপা উপজেলার সকল মুক্তিযোদ্ধা গভীর শোক প্রকাশ করেন।
বিডি প্রতিদিন/কালাম