১৯ এপ্রিল, ২০১৯ ১২:১০

আশুলিয়ায় ইয়াবাসহ সিআইডি’র পুলিশ সদস্য আটক

নাজমুল হুদা, সাভার

আশুলিয়ায় ইয়াবাসহ সিআইডি’র পুলিশ সদস্য আটক

আশুলিয়ায় মাদক পাচারের অভিযোগে তাইজু উদ্দিন নামে সিআইডির এক পুলিশ সদস্যকে (কনস্টেবল) আটক করেছে ঢাকা উত্তর ডিবি পুলিশ।

এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৯৯০ পিস ইয়াবা জব্দ করা হয়।

শুক্রবার ভোর রাতে আশুলিয়ার চানগাঁর এলাকা থেকে তাকে আটক করা হয়।

তিনি গাজীপুর জেলার জয়দেবপুর থানার উত্তর সালনা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। বর্তমানে উত্তরা সিআইডতে কর্মরত।

এ বিষয়ে ঢাকা উত্তর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তাকে সন্দেহজনকভাবে চানগাঁও থেকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ১০০০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় তিনি নিজেকে পুলিশ সদস্য দাবি করেন। পরে যাচাই বাছাই করে জানা যায় উত্তরা সিআইডতে কর্মরত রয়েছেন তিনি। পরে বিষয়টি ঊধ্বর্তন কর্মকর্তাদের জানানো হলে সেই নির্দেশনা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হয়।

এ বিষয়ে আশুলিয়ার থানার ওসি  তদন্ত জাবেদ মাসুদ বাংলাদেশ  প্রতিদিনকে বলেন, পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুই সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দুই দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

এদিকে আটক ওই পুলিশ সদস্যের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ে করা হয়েছে।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর