২৩ এপ্রিল, ২০১৯ ১৯:৫১

বিষখালী নদীতে অভিযানে ১০ হাজার মিটার জাল ভস্মীভূত

বরগুনা প্রতিনিধি

বিষখালী নদীতে অভিযানে ১০ হাজার মিটার জাল ভস্মীভূত

বরগুনার বেতাগীর বিষখালী নদীর বিভিন্ন স্থানে জাটকা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনা করা হয়। এসময় আনুমানিক ৫ লাখ টাকা মূল্যের ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, বেহুন্দি, ইন্ডিয়ান নেট জাল জব্দ করে নৌ বাহিনীর বানৌজা বরকত কন্টিনজেন্ট । 

সোমবার রাতে জেলার বিষখালী নদীর বিভিন্ন স্থানে জাটকা ইলিশ সংরক্ষণে এ অভিযান পরিচালিত হয়। 

এদিকে আগামী পহেলা নভেম্বর থেকে ৩০ জুন ২০২০ পর্যন্ত জাটকা ইলিশ সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ১৫ এপ্রিল থেকে ২২ এপ্রিল পর্যন্ত বিষখালী নদীতে অভিযান চালানো হয়। এসময় জব্দকৃত জাল বেতাগী পৌরসভার দূর্জয় চত্বর সংলগ্ন বিষখালী নদীর তীরে ভস্মীভূত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বেতাগী উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা-আল-রাজীব, নৌবাহিনীর লে. কমান্ডার শাহিনুর রহমান শোভন, লে. আরিফুর রহমান, উপজেলা জাতীয় মৎসজীবী সমিতির সভাপতি আব্দুর রব শিকদার প্রমুখ।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর