২৪ এপ্রিল, ২০১৯ ২০:০৪

'আগামীতেও সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে'

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ

'আগামীতেও সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে'

জনগণ সহযোগিতা না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। 

বুধবার বিকেলে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পর্যায়ে নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতির্থির বক্তব্যে তিনি এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। 

তিনি আরও বলেন, আগামীতে ফরিদপুর জেলার ইভিএম প্রশিক্ষণ প্রথম আলফাডাঙ্গা উপজেলা থেকে শুরু করা হবে এবং আগামীতেও সকল নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে তিনি জানান। 

উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম আকরাম হোসেন, উপজেলা চেয়ারম্যান একেএম জাহিদ হাসান, মধুখালী সার্কেল এসপি মো. আনিসুজ্জামান, অধ্যক্ষ মো. মনিরুল ইসলাম সিকদার, বোয়ালমারী  থানা অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান, আলফাডাঙ্গা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হাচেন উদ্দিন, মধুখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান একেএম আহাদুল হাসান, প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন, ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লায়লা পারভীন, পৌর কাউন্সিলর খান মিজানুর রহমান প্রমুখ। 

স্বাগত বক্তব্য রাখেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. নওয়াবুল ইসলাম। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর