পটুয়াখালীর গলাচিপায় প্রতিবছরের মতো এবারও নানা আয়োজনের মধ্য দিয়ে ৭ দিনব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান এক নামকীর্তনের আয়োজন করা হয়েছে।
পাপাচ্ছন্ন ধরাধামে বিশ্বের সকল প্রাণীর শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনায় রবিবার রাত ১২ টা ১ মিনিটে সার্বজনীন কেন্দ্রীয় কালিবাড়ি আঙ্গিণায় শুভ অধিবাস অনুষ্ঠানের মধ্য দিয়ে এ মহানাম যজ্ঞানুষ্ঠানের শুভ সূচণা করা হয়।
রবিবার সকাল থেকে মন্দির আঙ্গিণায় দূর-দূরান্ত থেকে ভক্তরা আসতে শুরু করে। হাজার হাজার ভক্তের সমাগমে মন্দির প্রাঙ্গণ মুখরিত। এক নামর্কীতন উপভোগ করে ভক্তের কেউ কেউ আবেগ আপ্লুত হয়ে চোখের জল ফেলছেন ও একে অপরের সাথে আলিঙ্গণ করে ধুলোয় গড়াগড়ি খাচ্ছেন। বাঁশির সুর ও ভক্তদের কান্নার শব্দে মন্দির প্রাঙ্গণের বাতাস ভারি হয়ে উঠেছে।
একটানা ৫৬ প্রহরব্যাপী নামকীর্তন আগামী শনিবার রাত ১২ টা পর্যন্ত চলবে। এতে দেশের নামকরা ধর্মীয় খ্যাতি সম্পন্ন ৬টি দল অংশ নেবে বলে কমিটি সূত্রে জানা গেছে।
মন্দির আঙ্গিণার পাশে বসেছে বাচ্চাদের হরেক রকম খেলনার দোকান, হিন্দুদের ধর্মীয় গ্রন্থসহ বিভিন্ন ধরনের বইয়ের দোকান, মিষ্টির দোকান ও নানা আইটেমের খাবারের দোকান।
এ ব্যাপারে মন্দিরের পুরোহিত বাসুদেব চক্রবর্তী বলেন, নানা পূজা অর্চনা ও অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা মহানাম যজ্ঞানুষ্ঠান চালিয়ে যাচ্ছি। শান্তি শৃঙ্খলাভাবে মনোরম পরিবেশে ভক্তরা এক নামকীর্তণ উপভোগ করছেন।
এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি দিলীপ বণিক বলেন, দেশ ও জাতির মঙ্গল কামনায় ৭ দিনব্যাপী এক নামকীর্তনের আয়োজন করা হয়েছে। দূর-দূরান্ত থেকে আগত সকল ভক্তদের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। মন্দিরের আঙ্গিণাসহ আশপাশে যাতে কেউ কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে সেজন্য পুলিশ প্রশাসন আমাদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন।
বিডি প্রতিদিন/হিমেল