গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে ১২ বছর বয়সী এক কিশোরীকে অপহরণের দায়ে আরিফুল ইসলাম (২১) নামের অপহরণকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়।
অর্থদণ্ডের টাকা ক্ষতিপূরণ হিসাবে অপহৃতার বাবাকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ আবদুর রহমান এই রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আসামি আরিফুল বর্তমানে পলাতক।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর অ্যাড. মুহিবুল হক সরকার মোহন জানান, ২০১৫ সালের ২ সেপ্টেম্বর গোবিন্দগঞ্জের রাজা বিরাট হাইস্কুল থেকে বাড়ি ফেরার পথে স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী মোহসিনা আক্তারকে (১২) তিন সহযোগীসহ অপহরণ করে মোটরকারে তুলে নিয়ে যায় উপজেলার চাপড়া পাড়া গ্রামের আবু সামাদের ছেলে আরিফুল ইসলাম। ঘটনার পর আরিফুল ইসলামকে প্রধান আসামি করে মোট চার জনের নামে মামলায় দায়ের করেন অপহৃতার বাবা মোখলেছার রহমান সরকার।
কিন্তু মামলার রায়ের দিন পর্যন্ত মোহসিনার কোন হদিস পাওয়া যায়নি এবং অপহরণকারী আরিফুলও শুরু থেকেই আদালতে অনুপস্থিত। তবে মামলার অন্য তিনি আসামি আদালতে উপস্থিত ছিলেন এবং তারা নির্দোষ প্রমাণিত হওয়ায় আদালত তাদের খালাস প্রদান করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর