নেত্রকোনা সদর উপজেলার কেগাতি ইউনিয়নের কর্নখলা গ্রামে মাটি কাটা নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আক্কাস (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় দু'জনকে আটক করেছে পুলিশ।
রবিবার বিকালে ধানের খলায় মাটি কাটা নিয়ে আক্কাস ও সিদ্দিকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় আক্কাস গুরুতর আহত হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে আশংকাজনক অবস্থায় রবিবার রাতেই ১১ টায় ঢাকা মেডিকেল কলেজে নেয়ার পথে তিনি মারা যান। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু'জনকে আটক করেছে নেত্রকোনা মডেল থানার পুলিশ।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, পুলিশ সতর্ক রয়েছে। আটক দু'জনকে জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনো থানায় কোনো অভিযোগ আসেনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন