৫ম উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ নির্বাচন রবিবার অনুষ্ঠিত হয়। চূড়ান্ত ফলাফলে নৌকার প্রার্থী এএনএম মইনুল ইসলাম ৬৪ হাজার ৬৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে তার নিকটতম প্রার্থী ইসলামী ঐক্যজোটের এইচ.এম এন ইরফান (মিনার) ৮১৪ ভোট পেয়েছেন। অপর দিকে ভাইস চেয়ারম্যান পদে মো. কামাল হোসেন (টিউবওয়েল) ৪২ হাজার ১৮ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী আবদুর রহিম (পালকি) পেয়েছেন ২১ হাজার ২১৭ ভোট। রাতে ফলাফলের এসব তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক কাইজার মোহাম্মদ ফারাবী।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন