ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্ত থেকে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ওই বাংলাদেশির নাম হাবিল উদ্দিন (৪৫)। তিনি ওই উপজেলার চড়ই গেদী গ্রামের আইন উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার (০৫মে) ভোরে ভারত থেকে বেউরঝাড়ী সীমান্তের ৩৮০ পিলার এলাকা দিয়ে বাড়ি ফিরছিলেন হাবিল। পথে ভারতের ১৭১ বড়বিল্লাহ বিএসএফ ক্যাম্পের সেনাদের হাতে ধরা পড়েন তিনি।
তবে ঠাকুরগাঁও-৫০ বিজিবি'র ব্যাটালিয়ন অধিনায়ক লেফ. কর্নেল এস এম সাফিউন নবী জানান, এ ঘটনার ২০ ঘণ্টা পেরিয়ে গেলেও তিনি এখনও নিশ্চিত হতে পারেননি। তিনি আরো জানান, এ ব্যাপারে আটক হাবিলের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত হলেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন