কিশোরগঞ্জে চলন্ত বাসে নার্স শাহিনুর আক্তার তানিয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রতিবাদমুখর হয়ে উঠেছে কিশোরগঞ্জ। বৃহস্পতিবার বিভিন্ন সংগঠন শহরে মানববন্ধন কর্মসূচি পালন করে। বেলা ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।
শহরের রুঙমহল চত্বরে বাম গণতান্ত্রিক জোট মানববন্ধন করে। এতে বক্তারা এ বর্বর হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি সৈয়দ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক, আবুল হাসেম মাস্টার, আব্দুর রহমান রুমী, অ্যাডভোকেট হাসান ইমাম রঞ্জু, জেলা বাসদের সমন্বয়ক অ্যাডভোকেট শফীকুল ইসলাম, অ্যাডভোকেট মাসুদ আহমেদ, জেলা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতা নজরুল ইসলাম শাহজাহান প্রমুখ।
এছাড়া জেলা নার্সেস এসোসিয়েশন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে। তারা সকলকে রাজপথে নেমে প্রতিবাদ করার আহ্বান জানান। এতে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল ওয়াহাব বাদল, জেলা নার্সেস এসোসিয়েশনের সভাপতি আব্দুস সালাম ভূইয়া, সাধারণ সম্পাদক ওমর ফারুক প্রমুখ।
শহরের কালীবাড়ি সড়কে মানববন্ধন করে মহিলা পরিষদসহ বিভিন্ন সংগঠন। পৃথক পৃথক মানববন্ধন থেকে বক্তারা নারীদের নিরাপত্তা জোরদার করা এবং ধর্ষণ ও হত্যাকাণ্ডের মতো অপরাধের ক্ষেত্রে দ্রুত বিচারের দাবি জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর