‘শিল্প বাঁচাও, শ্রমিক বাঁচাও’ এই স্লোগান নিয়ে ৭ দফা দাবি ও বিড়ি শিল্পকে ভারতের ন্যায় কুটির শিল্প ঘোষণার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলার প্যারাডাইডস পাড়ায় সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেনের বাসার সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এতে বক্তব্য রাখেন, টাঙ্গাইল বিড়ি শ্রমিক ফেডারেশনের সভাপতি জয়নাল মিয়া, সাধারণ সম্পাদক হেলাল মিয়া, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, সিগারেটের মূল্য বৃদ্ধি করে বিড়ির দাম কমাতে হবে। ভারতের ন্যায় বাংলাদেশেও বিড়িকে কুটির শিল্প হিসেবে ঘোষণা দিতে হবে। বিড়ি শ্রমিকের ন্যায্য মজুরি প্রদান করতে হবে। বিড়ির উপর শুল্ক কর প্রত্যাহার করতে হবে। বিদেশি সিগারেটের ব্যবসা এদেশ থেকে বন্ধ করে দিতে হবে। অসহায় বিড়ির শ্রমিকের ভাতা প্রদানের ব্যবস্থা করতে হবে। বিড়ির শ্রমিকদের স্বার্থে বিড়ি শিল্পকে টিকিয়ে রাখতে হবে।
মানববন্ধনে বিড়ি শ্রমিকের অন্যন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন