দিনাজপুরের হাকিমপুরে এবার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।
দিনাজপুরের হাকিমপুর পৌর এলাকায় ২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন হাকিমপুর পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত।
গত বুধবার বিকালে শিক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে এ শুভেচ্ছা জানান তিনি।
পৌর মেয়র জামিল হোসেন বলেন, ‘শিক্ষা জীবনের প্রথম ধাপ কৃতিত্বের সঙ্গে অতিক্রম করায় এবং তাদের পড়ালেখায় উৎসাহিত করতে পৌরসভার পক্ষ থেকে শিক্ষার্থীদের মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এর পাশাপাশি তাদের অভিভাবকদেরও শুভেচ্ছা জানানো হয়েছে।
এ সময় তার সঙ্গে ছিলেন পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা তৌহিদুল ইসলামসহ পৌর কাউন্সিলররা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন