নিরবেই চলে গেল বরগুনার সাবেক এমপি আসমত আলী সিকদারের ১৮তম মৃত্যুবার্ষিকী। সাবেক এই এমপি বরগুনায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বরগুনা জেলা আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা মরহুম আসমত আলী সিকদার।
১৯৬৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে মোনায়েম খানের উপস্থিতিতে প্রকাশ্যে প্রতিবাদ করে তিনি অনুষ্ঠান বর্জন করেন। এই ঘটনায় তার ছাত্রত্বসহ এম.এ ডিগ্রি কেড়ে নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
১৯৭০ এর নির্বাচনে বরগুনা অঞ্চল থেকে এবং ১৯৭৩ সালে বরগুনা-বেতাগী-বামনা-পাথরঘাটা আসন থেকে এমপি নির্বাচিত হন।
আওয়ামী লীগের ত্যাগী এই নেতার মৃত্যুবার্ষিকী ৯ মে। বরগুনা জেলা আওয়ামী লীগ ও তার জন্মস্থান বামনা উপজেলা আওয়ামী লীগ কোন কর্মসূচিই গ্রহণ করেনি।
বিডি প্রতিদিন/ফারজানা