জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ হতো না। তারই কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী না হলে এ দেশ উন্নয়নশীল দেশ হতো না। তিনি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
বৃহস্পতিবার হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর বন্ধন কমিউনিটি সেন্টারে জেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমরা শুধু কথা বলার রাজনীতি বিশ্বাস করি না। উন্নয়ন ও অগ্রগতিতে বিশ্বাস করি। আমাদের প্রত্যাশা দেশের মানুষ তথা ভবিষ্যত প্রজন্ম ভাল থাক ও সুস্থ থাক।
দিনাজপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল আলমের সভাপতিত্বে কর্মশালায় আরও বক্তব্য দেন জেলা পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম বিপিএম, নাটোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. গোলাম রাব্বী, রাজশাহী সমাজসেবা অধিদপ্তরের পরিচারক ড. মো. রাজ্জাকুল ইসলাম প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা