দিনাজপুর চিরিরবন্দরের রাণীরবন্দর বাজারে সাত মাংস ব্যবসায়ীকে ৩৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। নির্ধারিত মূল্য তালিকা না থাকায় ও অসুস্থ গরু জবাইয়ের অভিযোগে তাদের এই অর্থদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাউল করিম এ রায় দেন। এ সময় উপস্থিত ছিলেন চিরিরবন্দর উপজেলা ভেটেরিনারি সার্জন মোছা. মৌসুমি আক্তার।
মো. মেজবাউল করিম সাংবাদিকদের জানান, অভিযানের প্রথমদিন ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়েছে। পুরো রমজান মাস জুড়েই এ অভিযান চলবে। কোথাও কোনো অনিয়ম পেলে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক জেল জরিমানাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।
তিনি জানান, গরুর মাংস বিক্রেতা সামসুল হক, কাল্টু, আব্দুল ছাত্তার, আকবর আলী, শামসুদ্দিন, রিয়াজুল ইসলামসহ জনপ্রতি ৫ হাজার টাকা ও ছাগল মাংস বিক্রেতা নুর ইসলামকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক