নারায়ণগঞ্জ মহানগরীর সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের রহিম মার্কেট এলাকায় হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার সময় ভুয়া ডাক্তারসহ দু’জনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ভুয়া ডাক্তার মো. তানভীর আহমেদ সরকার (৩৪) কে দু’বছর ও উক্ত ক্লিনিকের ম্যানেজার আবুল বাশার (৩২) এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
র্যাব ফোর্সেস সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সরোয়ার আলমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত এ সাজা প্রদান করেন। এ সময় ভ্রাম্যমান আদালত কেয়ার আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেয়। র্যাব-১১ এর একটি দল হাসপাতালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
বৃহস্পতিবার দুপুরে র্যাব-১১ এর উপ-অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার