তুচ্ছ ঘটনায় দিনাজপুরের বিরলে প্রতিবেশির সাথে বাক-বিতণ্ডা ও মারপিটে ৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৪ জন বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি হয়েছে এবং ইসমত আরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে বিরল উপজেলার ভান্ডারা ইউপির বেতুড়া গ্রামের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে বিরল উপজেলার ভান্ডারা ইউপির বেতুড়া গ্রামের মোজাহারুলের স্ত্রী রাশেদার সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ময়নুলের স্ত্রী ইসমত আরা (৩০) এর বাক-বিতণ্ডার এক পর্যায়ে মারপিট হয়। মারপিটের ঘটনায় রাশেদার স্বামী মোজাহারুল ইসলাম (৩৭) ও সন্তান বিলকিছ আরা (১২) এগিয়ে এলে তাদেরকেও মারধর করা হয়। একই ঘটনায় আহত হয়, ইসমত আরার শাশুড়ী মল্লিকা (৫০)। আহত ৪ জনই বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এবং অপর পক্ষের ইসমত আরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
বিরল থানার ওসি এটিএম গোলাম রসুল জানান, অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন