বর্তমান সরকার স্বাস্থ্য বান্ধব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন।
বৃহস্পতিবার বিকেলে গাইবান্ধার সাউপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া এ কথা বলেন।
তিনি বলেন, জেলা ও উপজেলা সদর হাসপাতালগুলোতে সেবার মান বৃদ্ধির লক্ষ্যে চিকিৎসকসহ অন্যান্য জনবল এবং প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ করা হয়েছে।
গাইবান্ধা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার ঘোষ প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন