ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পৌর শহরের আলতাফ প্লাজার হাজি মোটর গ্যারেজে জুয়ার আসর থেকে ৯ জুয়ারীকে আটক করে পুলিশ। গোপন সংবাদে হাজি মোটর গ্যারেজে অভিযান চালায় পুলিশ। এসময় জুয়া খেলার উপকরনসহ নগদ ২০ হাজার ৫শত টাকা উদ্ধার করে পুলিশ।
আটককৃতদের বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। আটককৃতরা হলো- উপজেলার চাপিয়া গ্রামের কবির হোসেনের ছেলে বাবু মিয়া(২৫), আকছিনা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে রাজিব মিয়া (৩০), কালতা গ্রামের তারা মিয়ার ছেলে কামাল মিয়া(২৫), আড়াইবাড়ী গ্রামের সিদ্দিকুর রহমানে ছেলে মো.শিপন মিয়া (৩০) বাবুল মিয়ার ছেলে রাজন মিয়া (২৮), ইমাম হোসেনের ছেলে ইমন মিয়া (২৮), জলিল মিয়ার ছেলে সোহাগ মিয়া (৩০), আবদুল হকের ছেলে খায়ের মিয়া (৩৫) ও আবদুল মতিনের ছেলে সুমন মিয়া (৩২)।
কসবা থানা অফিসার ইনচার্জ আবদুল মালেক বলেন, বুধবার রাতে আলতাফ প্লাজার হাজী মোটর গ্যারেজে জমজমাট জুয়ার আসর চলছে এমন সংবাদে অভিযান চালাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আমরা হাতেনাতে ৯ জুয়ারীকে জুয়ার উপকরনসহ আটক করি। আটককৃতদের ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার