টাঙ্গাইলের সখীপুরে বনের পাশ থেকে আনুমানিক (৩২) বছর বয়সী অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের আমবাগ এলাকা থেকে এ লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বরখা পড়া ও গলায় কাপড় পেচিয়ে গাছের সাথে ঝুলে থাকা এক নারীর লাশ দেখে স্থানীয়রা দৌড়ে আসে। এ ঘটনায় পুলিশ খবর দেয় এলাকাবাসী। পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসলেও এখনো এ মহিলার নাম বা পরিচয় পাওয়া যায়নি। এ সময় মহিলার পড়নে ছিলো কালো রংয়ের বোরকা ও থ্রি-পিছ।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন বলেন, মহিলাটির কোন পরিচয় পাওয়া যাচ্ছে না। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে এখানে ফেলে গেছে।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমির হোসেন বলেন, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার