পটুয়াখালীর কলাপাড়ার নববধূ ধর্ষণ মামলার মূল আসামি রফিককে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার গাজীপুর পুবাইল থানার মিরাবাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে কলাপাড়া থানার এসআই সাখাওয়াত হোসেন। সে উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া গ্রামের হাকিম ফকিরের ছেলে রফিক। বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত রফিককে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, মূল আসামি গ্রেফতারের পরে এখন বাকিদের গ্রেফতারে অভিযান চলছে।
গত ২৪ এপ্রিল রাতে ওই নববধূ স্বামী জাহিদুল ইসলাম সুজনকে নিয়ে চাকামইয়া ইউনিয়নের বেতমোড় গ্রামের খালু বাড়িতে বেড়াতে আসেন। স্বামীসহ সজনদের মারধর করে এ চক্র নববধূকে বাড়ি থেকে বিলে নিয়ে রফিক ধর্ষণ করে। ডাক-চিৎকারে লোকজন এগিয়ে এসে আহত অবস্থায় গৃহবধূকে ওই রাতেই কলাপাড়া হাসপাতালে ভর্তি করে। পুলিশ ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করেছে।
এ ঘটনায় গৃহবধূর স্বামী সুজন হাওলাদার বাদী হয়ে রফিক, রাসেল, খালেক, জাফরের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার