নারায়ণগঞ্জের রূপগঞ্জে সুমন মীর (৩৪) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তারাব পৌরসভার রূপসী মীরবাড়ী এলাকায় নানির বাড়ীর নিজ ঘর থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত সুমন মীর মুরাপাড়া এলাকার জালাল উদ্দিনের ছেলে। নিহত সুমন মীর জন্মের পর থেকে তার মায়ের সাথে নানির বাড়ীতে বসবাস করে বাড়ীর পাশে একটি মুদি-মনোহরী দোকান চালাতেন।
নিহত সুমনের মামা আকবর হোসেন জানান, বৃহস্পতিবার সকালে ভাগিনা সুমনকে দোকানে দেখতে না পেয়ে তার ঘরে ডাকাডাকি করে । ডাকে সারাশব্ধ না পেলে আকবর হোসেন সুমনের ঘরে গিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পায়। লাশের নিচে রক্তাক্ত লুঙ্গি ও একটি চিঠি, দেয়ালে রক্তে দিয়ে লেখা ছিল তার ছেলে,মেয়ে ও স্ত্রীর নাম। নিহত সুমনের পরিবারের দাবী পূর্ব পরিকল্পিতভাবে সুমনকে হত্যা করে তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।নিহত সুমনের স্ত্রী সোনিয়া বলেন তার স্বামীকে হত্যা করা হয়েছে। যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান তিনি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার