জমি সংক্রান্ত টাকা নিয়ে দ্বন্দ্বে কক্সবাজার সদর উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুর রহিম (৪২) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। নিহত রহিম ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার ঝিলংজা ইউনিয়নের দরগাহ স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে এলাকাবাসি গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার বিকলে আব্দুর রহিমের সঙ্গে মকবুল সওদাগরপাড়ার মৃত নুরুল হক মেম্বারের ছেলে জিসাতের জমি সংক্রান্ত টাকা নিয়ে তর্কবিতর্ক হয়। জিসাত একপর্যায়ে রহিমের বুকে-ঘাড়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রহিমকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আব্দুর রহিম ঝিলংজা ইউনিয়নের দরগাহপাড়া গ্রামের মৃত হাকিম মিয়ার ছেলে। খুনিকে ধরতে কাজ করছে পুলিশ।
বিডি-প্রতিদিন/শফিক