নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জয়কৃষ্ণণপুর গ্রামে গৃহবধূ তানজিনা আক্তার সাথী হত্যাকাণ্ডের ১২ দিন পেরিয়ে গেলেও আসামিদের কেউ ধরা পড়েনি। উল্টো মামলা করায় নিহতের পরিবারের সদস্যদেরকে আসামিরা হুমকি দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।
তবে পুলিশের দাবি, আসামিদেরকে ধরতে তাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
গত ২৯ এপ্রিল বেগমগঞ্জ উপজেলার জয়কৃষ্ণণপুর গ্রামে গৃহবধূ তানজিনা আক্তার সাথীকে (২২) যৌতুকের দাবিতে শ্বশুর বাড়িতে নির্যাতন চালিয়ে হত্যার অভিযোগ উঠে। এ ঘটনায় নিহতের মা শেফালী বেগম বাদী হয়ে সাথীর স্বামী সাজ্জুদুর রহিম সাজু (৩২), শ্বশুর জসিম উদ্দিন (৫৯), শাশুড়ি রোকেয়া বেগম (৫০), ভাসুর ওমর ফারুক (৩৫) ও দেবর খায়রুল আলমকে (৩০) আসামি করে বেগমগঞ্জ মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরবর্তীতে মামলাটি তদন্তের জন্য জেলা গোয়েন্দা পুলিশে হস্তান্তর করা হয়।
এদিকে ঘটনার ১২ দিন পেরিয়ে গেলেও আসামিদের কেউ ধরা না পড়ায় নিহত সাথীর স্বজন ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
এ ব্যাপারে মামলার বাদী শেফালী বেগম বলেন, ‘তারা আমার মেয়েটাকে নির্মমভাবে নির্যাতন চালিয়ে হত্যা করেছে। এরপর আমরা হত্যাকারীদের বিচার চেয়ে থানায় মামলা করলাম, কিন্তু একজন আসামিও গ্রেফতার হলো না। উল্টো আমাদেরকে নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে তারা।’
নিহতের ভাইশাহজাহান জানান, আসামিরা মুঠোফোনে তাদেরকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে। ক্ষুদে বার্তায় হুমকির বিষয়টি পুলিশকে দেখানো হয়েছে বলে জানান তিনি।
এদিকে হত্যাকাণ্ডে জড়িতদেরকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী।
এ ব্যপারে মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক জাকির হোসেন বলেন, ‘আসামিরা এলাকা ছেড়ে বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ানোর কারণে ধরতে সময় লাগছে। তবে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের অবস্থান নিশ্চিত হয়ে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে ডিবি পুলিশ।’
বিডি প্রতিদিন/কালাম