রংপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার ভোরে রংপুরের মিঠাপুকুর উপজেলায় আলু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উলটে পড়ে বস্তা চাপায় এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।
আহতদের মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত হাসান আলী (৪০) উপজেলার খোর্দ্দ মহদীপুর এলাকার রমজান আলীর ছেলে বলে জানা যায়।
মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক নুর মোহাম্মদ আরিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রংপুর থেকে আলু ভর্তি ঢাকাগামী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৯৫২৪) এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উলটে পড়ে যায়। এ সময় আলুর বস্তা চাপা পড়ে হাসান আলী নামে এক শ্রমিক ঘটনাস্থলেই মারা যান। আহত পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় ।
এদিকে সকালে রংপুর থেকে সৈয়দপুরগামী একটি পিকআপ তারাগন্জের ইকরচালী এলাকায় যাত্রী বোঝাই একটি অটোবাইকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক ব্যক্তি নিহত হন।। আহত হন আরও দুইজন।
নিহত ওমর আলী উপজেলার কুর্শা গ্রামের আকবর আলীর ছেলে বলে জানিয়েছেন ওসি জিন্নাত আলী।
বিডি প্রতিদিন/কালাম