পঞ্চগড় জেলা কারাগারে অগ্নিদগ্ধ আইনজীবী পলাশ কুমার রায়ের মৃত্যুর ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে হিন্দু মহাজোট নামের একটি সংগঠন। শুক্রবার সকালে জেলা শহরের শেরে বাংলা পার্কের পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে এই কর্মসূচি পালন করে সংগঠনটি।
মানববন্ধনে উপস্থিত সবাই অগ্নিদগ্ধ আইনজীবী পলাশের ঘটনাটি পরিকল্পিত উল্লেখ করে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। মানববন্ধনে পলাশের মা মীরা রানী রায় বলেন, জেলখানাতে মানুষ সুরক্ষিত থাকে। ওখানে মানুষ পুড়ে যায় কিভাবে। এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন। তিনি প্রধানমন্ত্রীর কাছে ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচারের দাবী জানান।
মানববন্ধনে নিহত পলাশের মা মীরা রানী রায় ছাড়াও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের পঞ্চগড় জেলা শাখার সভাপতি পরিমল চন্দ্র বর্ম্মণ, জেলা সিপিবি সভাপতি রেজাউল ইসলাম, উদীচী সভাপতি সফিকুল ইসলাম, পঞ্চগড় আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এরশাদ হোসেন সরকারসহ সনাতণ ধর্মালম্বী বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন । মানববন্ধনে সনাতণধর্মী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীসহ নিহত পলাশের পরিবারের সদস্যরা অংশ নেন।
বিডি-প্রতিদিন/শফিক