রাজবাড়ী জেলার পাংশা উপজেলার পোস্ট অফিসটিতে নানা অনিয়ম আর দুর্নীতিতে বাসা বেঁধে আছে। ডিজিটাল যুগের সাথে তাল মেলাতে না পেরে খেই হারিয়ে ফেলা এ পোস্ট অফিসটি এখন ধুঁকছে। দীর্ঘদিন ধরে নেই কোন পোস্টম্যান। ফলে গ্রাহকদের কাছে চিঠিপত্র বিলি করার কেউ নেই। এখানে যে কয়জন চাকরিরত রয়েছেন তারা বসে বসেই বেতন নিচ্ছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
স্থানীয় একটি বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান অভিযোগ করে বলেন, কয়েকদিন আগে ঢাকা থেকে একটি রেজিস্টার চিঠি এসেছে তার প্রতিষ্ঠানের নামে। অথচ সেই চিঠি আমাকে না দিয়ে তাদের রেজিস্টারে লেখা হয়েছে ভুল তথ্য, যা আমার ও আমার প্রতিষ্ঠানের জন্য অবমাননাকর।
এমন অভিযোগ করেছে স্থানীয় অনেকেই। তাদের অভিযোগ, এমনিতেই ডাক বিভাগের অবস্থা শোচনীয়। তারপর এ পোস্ট অফিসে কোন চিঠি কিংবা গুরুত্বপূর্ণ পার্সেল আসলে তা বিলি করা হয় না। অনেক সময় ঠিকানা সঠিক নয় কিংবা গ্রাহককে খুঁজে পাওয়া যায়নি এমন অজুহাত তুলে তা ফেরত পাঠানো হয়।
এ বিষয়ে পাংশা উপজেলা পোস্টমাস্টার মো. আশরাফ উদ্দিন বলেন, লোকবল না থাকায় কাজ করতে অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। এ পোস্ট অফিসে কোন পোস্টম্যান নেই দীর্ঘদিন ধরে। চুয়াডাঙ্গা থেকে একজন পোস্টম্যানকে ডেপুটিশনে এখানে দেয়া হয়েছে। তিনিও কয়েকদিন কাজ করার পর একটি মেডিকেল দরখাস্ত দিয়ে ছুটিতে আছেন।
তিনি জানান, পাংশা পোস্ট অফিসে ৪ জন পোস্টম্যানের পদ থাকলেও বর্তমানে কোন পোস্টম্যান নেই। ফলে বিভিন্ন সমস্যার সৃষ্টি হচ্ছে।
বিডি প্রতিদিন/ফারজানা