নোয়াখালীর সুবর্ণচরের চরজুবলী ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে কামাল উদ্দিন (৩৫) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছে।
শুক্রবার সাড়ে ১২ টার দিকে উত্তর কচ্ছপিয়া গ্রামের মালেকের বাড়ীতে এ ঘটনা ঘটে।
নিহত কামাল উদ্দিন ওই বাড়ীর হাজী আবদুল মালেকের ছেলে।তিনি স্থানীয় হারিছ বাজারের একজন হোটেল ব্যবসায়ী।
জানা গেছে, ফ্রিজে পানি ঠান্ডা করতে গেলে পুরাতন ফ্রিজের তারে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।
চরজব্বর থার ওসি সায়েদ উদ্দিন জানান, আমি বিষয়টির খোঁজ খবর নিচ্ছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন