টাঙ্গাইলের সখীপুর উপজেলার সিলিমপুর এলাকা হতে ৪ হাজার ২৫ পিচ ইয়াবাসহ দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (উত্তর)।
শনিবার ভোর রাতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এসআই নুরুজ্জামান, এসআই ছবেদ আলী এসআই মো. রাইজ উদ্দিন, এএসআই সুমন চৌধুরী তাদের আটক করে।
আটককৃতরা হচ্ছে, সখীপুর উপজেলার হামচালা গ্রামের মো. সবুজ আল মামুনের স্ত্রী শারমিন সুলতানা সোমা আক্তার (২২), সিলিমপুর বড় মৌষা গ্রামের মো. মোংলার ছেলে মো. সোহেল মিয়া (১৯)।
শনিবার সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় অপর আসামি সবুজ মিয়া পলাতক রয়েছে।
আটকৃতদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আসামিদের বিরুদ্ধে সখীপুর থানায় প্রচলিত আইনে মালা দায়ের করা হয়েছে। আসামিদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে।
বিডি প্রতিদিন/ফারজানা