নার্স শাহিনুর আক্তার তানিয়াকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জে আজও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বেলা ১২টা থেকে ঘণ্টাব্যাপী শহরের কর্ণেল এটিএম হায়দার বীরউত্তম চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
মানবাধিকার নাট্য পরিষদ আয়োজিত মানববন্ধনে সম্মিলিত সামাজিক আন্দোলনসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা একাত্মতা প্রকাশ করে অংশ নেন।
বক্তারা দ্রুত তানিয়ার হত্যাকারীদের সনাক্ত করে ফাঁসির দাবি এবং সামাজিক অবক্ষয় রোধে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
এ সময় বক্তব্য রাখেন অ্যাডভোকেট মোজাম্মেল হক খান রতন, অ্যাডভোকেট অশোক সরকার, হাবিবুর রহমান মুক্তু, হারুন আল রশিদ, শিপন করিম, ম.ম. জুয়েল, এনায়েত করিম অমি, ফৌজিয়া জলিল ন্যান্সি প্রমুখ।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ