রাজবাড়ীতে ৮ম শ্রেণির এক ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে নগ্নছবি তুলে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা দাবি করেছে বখাটেরা। এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা হয়েছে। পুলিশ এ ঘটনার সাথে জড়িত এক বখাটেকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার।
ভুক্তভোগী ছাত্রীর পিতা জানান, ৮ম শ্রেণি পড়ুয়া তার কন্যাকে রাজবাড়ী সদর উপজেলার আলিপুর এলাকার মান্নান শেখের ছেলে হারুন শেখ (৩০), মুকুল সরদারের ছেলে রিপন সরদার (২৫) ও রশিদ শেখের ছেলে তৈয়ব শেখ (৩০) তুলে নিয়ে যায়। পরবর্তীতে তারা জোরপূর্বক নগ্নছবি ধারণ করে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আমার কাছে ২০ হাজার টাকা দাবি করে। টাকা না দিলে তা ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দেয়া হয়। এ ঘটনায় শুক্রবার তিনজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই জাহিদুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে মামলার প্রধান আসামি হারুনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ