বরিশালের উজিরপুরের খাটিয়ালপাড়া নূরানী মাদ্রাসার এক শিশু শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক জাহাঙ্গীর আলম মুসাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। সোমবার দুপুরে পুলিশে সোপর্দ করা হয় তাকে।
এ ঘটনায় যৌন নীপিড়নের অভিযোগে ওই শিশুর বাবার দায়ের করা মামলায় অভিযুক্ত শিক্ষক মুসাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মুসা ওই উপজেলার মাদার্শী গ্রামের মৃত এস্কেন্দার আলী সরদারের ছেলে।
পুলিশ জানায়, উজিরপুরের খাটিয়ালপাড়া নূরানী মাদ্রাসার শিক্ষক মুসার বিরুদ্ধে বিভিন্ন সময় ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগ রয়েছে। সবশেষ সম্প্রতি সে ওই মাদ্রাসার প্রথম জামায়াতের এক শিক্ষার্থীকে (৭) যৌন হয়রানি করে। এ খবরে এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে শিক্ষক মুসাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পরে ওই ছাত্রীর বাবা মিরাজ সিকদার তার মেয়েকে যৌন হয়রানির অভিযোগে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শিক্ষক মুসাকে সোমবার বিকেলে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন বলে জানিয়েছেন উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল।
বিডি প্রতিদিন/হিমেল