কক্সবাজারের টেকনাফের নাইট্যংপাড়া ইউনুস আলীর বাড়ী সংলগ্ন ড্রেনের মধ্যে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান পিএসসি জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবির অধীনস্থ টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ টেকনাফ পৌর এলাকার নাইট্যংপাড়া গ্রামের বাসিন্দা মৃত সৈয়দ হোসেনের ছেলে ইউনুছ আলীর (৩০) বাড়িতে ইয়াবা লুকায়িত থাকতে পারে- এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। পরে টহলদল ইউনুছ আলীর বাড়ি সংলগ্ন ড্রেনের মধ্যে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় ইয়াবা ভর্তি ৪টি প্যাকেট উদ্ধার করতে সক্ষম হয়।
তিনি বলেন, বাড়ির মালিককে এসময় পাওয়া যায়নি। দোষী ব্যক্তিকে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে। প্যাকেটগুলো খুলে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যমানের ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
তিনি আরও বলেন, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
বিডি প্রতিদিন/কালাম