পরকীয়া প্রেমের প্রতিবাদ করায় প্রতিবেশী প্রতিপক্ষের ছুরিকাঘাতে নেত্রকোনায় শাহিনুর নামে এক অন্তঃসত্ত্বা নারীকে হত্যা করা হয়েছে। শনিবার ভোর রাতে সেহরির সময় নেত্রকোনা পৌর শহরের সাতপাই রেল কলোনি এলাকায় এই ঘটনা ঘটে।
এ ঘটনায় চার নারীসহ মোট আটজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন সফুরা (৩২), নূরজাহান (৪৫), কাজলী (৪৫), মিতু (৩২), মুসলিম উদ্দিন (৩৫), সাগর (২২), ইদ্রিস মিয়া (৫০) ও হান্নান (৫০) । নেত্রকোনা মডেল থানার ওসি মোঃ তাজুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, মামলার প্রস্তুতি চলছে। ঘটনার মূলহোতা সোহেলকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
স্থানীয়রা জানায়, রেল কলোনি এলাকার ইদ্রিস মিয়ার ছেলে সোহেল ও অর্জুন মিয়ার বিবাহিত কন্যার সাথে পরকীয়া সম্পর্ক গড়ে উঠে। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় পরকীয়ার বিষয়টি প্রত্যক্ষদর্শী সালাম মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী শাহিনুরসহ স্থানীয়রা প্রতিবাদ করাতে ক্ষিপ্ত হয়ে সেহরির সময় সোহেল মিয়া, এরশাদ, বোরহান, বাবুসহ বেশকজন শাহিনূরকে ছুরিকাঘাত করে।
এ সময় স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে শাহিনুরের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্থির দাবি জানায় নিহতের পরিবারসহ প্রতিবেশীরা।
বিডি-প্রতিদিন/শফিক