১৯ মে, ২০১৯ ১৮:১৭

বাগাতিপাড়ায় ধান সংগ্রহ অভিযান শুরু

নাটোর প্রতিনিধি:

বাগাতিপাড়ায় ধান সংগ্রহ অভিযান শুরু

নাটোরের বাগাতিপাড়ায় শুরু হয়েছে চলতি মৌসুমের চাল, ধান ও গম সংগ্রহ অভিযান। রবিবার দুপুরে বাগাতিপাড়া উপজেলা খাদ্য গোডাউনে আনুষ্ঠানিক ভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজাউল করিম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এবার বাগাতিপাড়ায় ২৮টাকা কেজি দরে ৪৬৫মেট্রিক টন গম, ৩৬টাকা কেজি দরে ১০০ মেট্রিক চাল এবং ২৬ টাকা কেজি দরে ২৩মেট্রিক টন চাল সংগ্রহ করবে খাদ্য অধিদপ্তর। 

এসময় স্থানীয় সংসদ সদস্য বলেন, গত ১এপ্রিল থেকে গম সংগ্রহের জন্য সরকারী ঘোষণা থাকলেও নির্দ্দিষ্ট সময়ে মধ্যে সংগ্রহ শুরু হয়নি। অনেক কৃষকের ঘরে গম না থাকলেও ঠিকই গম সংগ্রহ চলছে। সারাদেশে একই রকম পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আগামী দিনে সংসদে এই বিষয়টি উপস্থাপন করে যাতে সঠিক সময়ে খাদ্য সংগ্রহ শুরু হয় সে বিষয়ে দৃষ্টি আর্কষণ করা হবে। নির্দিষ্ট সময়ে খাদ্য শষ্য সংগ্রহ করা হলে কৃষকরা লাভবান হবে বলে জানান বক্তারা।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর