২০ মে, ২০১৯ ১৪:৩৬

কুমিল্লায় বন্দুকযুদ্ধে মাদক চোরাকারবারী নিহত

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বন্দুকযুদ্ধে মাদক চোরাকারবারী নিহত

কুমিল্লার গোলাবাড়ি সীমান্তে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক চোরাকারবারী নিহত হয়েছে। জেলার সদর উপজেলার গোলাবাড়ি সীমান্তে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

সোমবার নিহতের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত ব্যক্তি সদর উপজেলার গোলাবাড়ি গ্রামের মৃত আলী আহাম্মদের ছেলে মো. সেলিম (৪৫)।

কুমিল্লা ব্যাটালিয়ন ১০ বিজিবি’র ল্যান্সনায়েক মো. মহসীন মিয়া জানান, রবিবার গভীর রাতে বিজিবির একটি টহলদল কুমিল্লার সদর উপজেলার শাহাপুর মাদ্রাসার দক্ষিণ পাশের বাগান নামক স্থানে মাদক চোরাকারবারীদের ধরার উদ্দেশ্যে অবস্থান নেয়। মাদক চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ শুরু করে। বিজিবি টহলদলও পাল্টা গুলি ছোড়ে। বিজিবির গুলি বর্ষণে মাদক চোরাকারবারীরা পালিয়ে যায়। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় সেলিম নামে একজন ব্যক্তিকে আটক করা হয়। তার কোমরে পলিথিনের ব্যাগ হতে ২০২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরবর্তীতে আশঙ্কাজনক অবস্থায় আহত ব্যক্তিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর