২০ মে, ২০১৯ ২০:৩৮

দাঁড়িয়ে থেকে কৃষকের ধান কিনলেন ইউএনও

নাটোর প্রতিনিধি

দাঁড়িয়ে থেকে কৃষকের ধান কিনলেন ইউএনও

দাঁড়িয়ে থেকে সরাসরি প্রকৃত কৃষকের কাছ থেকে ধান কিনলেন নাটোরের সদর উপজেলার নির্বাহী অফিসার জেসমিন আকতার বানু। 

এসময় সদর উপজেলার কৃষি কর্মকর্তা মেহেদুল ইসলাম প্রকৃত কৃষক নিশ্চিত করে দেন এবং গোডাউনের খাদ্য কর্মকর্তারা ধান সংগ্রহ করেন।

 এসময় জেলা খাদ্য নিয়ন্ত্রক শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত গোডাউন কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ অন্যান্যেরা উপস্থিত ছিলেন। ধান ক্রয়ের প্রথম দিনে প্রকৃত কৃষকের কাছ থেকে ৩টন ধান ক্রয় করা হয়।

ইউএনও জেসমিন আকতার বানু বলেন, আমরা গোডাউনে কোন ধান ক্রয় করবো না। ইউনিয়ন পর্যায় থেকে ধান ক্রয় করবো। এক্ষেত্রে কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে কোন কৃষকের ধান রয়েছে, সেটা নিশ্চিত করবে। এরপর ধানের আদ্রতা মেপে ক্রয় করার মতো হলে ওই কৃষকের ধান ইউনিয়ন ক্রয় সেন্টারেই দিতে পারবে। আগামীকাল বা পরশু দিন থেকে আমরা এই কার্যক্রম শুরু করবো। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর