২২ মে, ২০১৯ ১১:৪১

নেত্রকোনায় পরিবার গঠন নিয়ে অবহিতকরণ কর্মশালা

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় পরিবার গঠন নিয়ে অবহিতকরণ কর্মশালা

নেত্রকোনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিনব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে পরিবার পরিকল্পনা বিভাগের এক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

আজ ওই কর্মশালায় আইই এম ইউনিট পপ অধিদপ্তরের আয়োজনে দিনব্যাপী কর্মশালায় পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ,  কিশোর কিশোরদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে আলোচনা করা হয়। 

পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক মো. মতিউর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম, সিভিল সার্জন ডা. মো. তাজুল ইসলাম, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পালসহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
 
মাতৃমৃত্যু হার কমানো, জন্মনিয়ন্ত্রণ, বাল্য বিবাহ প্রতিরোধসহ সকল সমস্যা সমাধান করতে গণসচেতনতা জরুরি বলে মনে করেন বক্তারা। এ বিষয়ে মিডিয়াতেও ব্যাপক প্রচারণার মাধ্যমে সচেতনতা বাড়াতে অনুরোধ করা হয়। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর