শিরোনাম
২৩ মে, ২০১৯ ১৪:০২

শরীয়তপু‌রে শিক্ষার্থীদের বাইসাইকেল ও নারীদের সেলাই মে‌শিন বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি :

শরীয়তপু‌রে শিক্ষার্থীদের বাইসাইকেল ও নারীদের সেলাই মে‌শিন বিতরণ

শরীয়তপুর সদর উপ‌জেলার ছয়টি মাধ্য‌মিক ‌বিদ্যাল‌য়ের ৫২ জন দ‌রিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বিনামূল্যে বাইসাইকেল দেওয়া হয়েছে। একইসঙ্গে উপজেলার দুস্থ ও  গরীব ৫২ জন নারীকে সেলাই মে‌শিন দেয়া হয়।

বৃহস্প‌তিবার বেলা ১১টার দি‌কে শরীয়তপুর সদর উপ‌জেলা অডি‌টো‌রিয়া‌মে উপ‌জেলা প‌রিষদ ও উপ‌জেলা প্রশাস‌নের আয়োজ‌নে এ সব বিতরণ করা হয়। 

শরীয়তপুর সদর উপ‌জেলা নির্বাহী অফিসার মো. মাহাবুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে এতে প্রধান অতি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন জেলা প্রশাসক কাজী আবু তা‌হের। বি‌শেষ অতি‌থি ছি‌লেন সদর উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান আবুল হা‌সেম তপাদার ও ম‌হিলা ভাইস চেয়ারম্যান সা‌মিনা ইয়াস‌মিন। বিভিন্ন বিদ্যাল‌য়ের শিক্ষক-শিক্ষার্থীরাও উপ‌স্থিত ছি‌লেন।

জানা যায়, প্রধানমন্ত্রীর নি‌র্দেশ অনুযা‌য়ি ২০১৮-১৯ অর্থ বছ‌রে উপ‌জেলা প‌রিষ‌দের উন্নয়ন তহ‌বিল রাজস্ব তহ‌বিল হ‌তে বাল্য‌বিবাহ প্র‌তি‌রোধ, নারীর ক্ষমতায়ন এবং নারী শিক্ষা বৃ‌দ্ধির ল‌ক্ষ্যে এ বাইসাই‌কেল ও গরীব-দুস্থ ম‌হিলা‌দের মা‌ঝে সেলাই মে‌শিন বিতরণ করা হয়।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর