২৩ মে, ২০১৯ ১৪:১৭

পাহাড়ে খুন-অপহরণ বন্ধের দাবিতে মানববন্ধন

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

পাহাড়ে খুন-অপহরণ বন্ধের দাবিতে মানববন্ধন

পার্বত্যাঞ্চলে সশস্ত্র সন্ত্রাসীদের গুম, খুন, অপহরণ, মুক্তিপণ, চাঁদাবাজি বন্ধ ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদ। 

বৃহস্পতিবার বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সংগঠনটি। 

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে স্থানীয় বাঙালি নারী-পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন। 

পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের জেলা সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, কলেজ শাখার সভাপতি মো. ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদ মো. জুনায়েত আহমেদ, জেলা প্রচার সম্পাদক মো.আব্দুল মোমিন প্রমুখ। 

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, পাহাড়ে শান্তি চুক্তির পরও শান্তি ফিরতে দিচ্ছে না কিছু উগ্র সশস্ত্র সন্ত্রাসী। তাদের কারণে পাহাড়ে গুম, খুন, অপহরণ, মুক্তিপণ, চাঁদাবাজি এখন নিত্য দিনের ঘটনা। তাদের নিমূর্ল করতে পাহাড়ে পাহাড়ে সেনা ক্যাম্প স্থাপন করতে হবে। 

বক্তারা আরও বলেন, পাহাড়ের মানুষ আর সশস্ত্র সন্ত্রাসীদের কাছে জিম্মি থাকতে চায় না।  সরকার ও প্রশাসন তাদের বিরুদ্ধে দ্রুত কোনো কার্যকর প্রদক্ষেপ গ্রহণ না করলে সাধারণ মানুষ কঠোর আন্দোলনে নামবে। 

মানববন্ধন শেষে করেছে পার্বত্য চট্টগ্রাম বাঙালি ছাত্র পরিষদের নেতা-কর্মীরা রাঙামাটি জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর