কিশোরীদের বাইসাইকেল চালানোয় পারদর্শী করতে বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে মেয়েদের বাই সাইকেল প্রদান করা হয়েছে। ‘লাল সবুজ’ নামে স্থানীয় একটি সংগঠন মেয়েদের বাইসাইকেল চালানোর নিয়মিত প্রশিক্ষণ দিয়ে আসছে।
সেই কার্যক্রমকে আরও উদ্বুদ্ধ করতে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বৃহস্পতিবার ২টি বাইসাইকেল উপহার দেন সংগঠনটির মেয়েদের।
সকালে জেলা প্রশাসক কার্যালয়ে এই সাইকেল পেয়ে দারুন খুশি কিশোরীরা। এ সময় বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খায়রুল হাছান, জেলা সমাজ সেবা অফিসার সাজ্জাদ পারভেজসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/শফিক