২৫ মে, ২০১৯ ২১:৫১

কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল মমেক ছাত্রলীগ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিল মমেক ছাত্রলীগ

কৃষকের লোকসান কমাতে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে ময়মনসিংহের ভালুকা উপজেলার ছিটালপাড়া গ্রামে কৃষক ওসমান মিয়ার পাশে দাঁড়িয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগ। 

ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল হাসানের নেতৃত্বে ওই কৃষকের ১৪শতাংশ জমির পাকা ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিয়েছেন তারা। দেশের বিভিন্ন স্থানে ক্ষেতের ধান কেটে কৃষকের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। তারই ধারাবাহিকতায় ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের এ উদ্দ্যোগ বলে জানিয়েছেন তারা।

কৃষক ওসমানের সাথে কথা হলে তিনি বলেন, মেডিকেল কলেজের ছাত্র হয়ে এই রমজান মাসে রোজা রেখে এমন কষ্টের কাজটি করতে দেখে আমি অবাক হয়েছি। তাদের এমন সহযোগীতায় আমি অত্যন্ত উপকৃত হয়েছি। তারা খুব যত্ন সহকারে আমার সবটুকু ক্ষেতের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছে। আমি তাদের জন্য দোয়া করি।
 
ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল হাসান জানান, আমরা জননেত্রী শেখ হাসিনার সকল সিদ্ধান্ত বাস্তবায়নে বদ্ধ পরিকর। ছাত্রলীগের পজেটিভ কর্মকাণ্ডে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুনাম বাড়বে আমরা তৃনমূলের কর্মীরা এটাই প্রত্যাশা করি। কৃষক ওসমানের হাসিমাখা মুখটি দেখে আজ আমাদের সবটুকু পরিশ্রম সার্থক হয়েছে। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর