২৭ মে, ২০১৯ ১৬:১৯

দিনাজপুরে কৃষকের ধান কেটে মাড়াই করল ছাত্রলীগ

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে কৃষকের ধান কেটে মাড়াই করল ছাত্রলীগ

ধানের জেলা দিনাজপুরে এবার কৃষকের অর্থ বাঁচিয়ে কৃষকের মুখে হাসি ফোঁটাতে ধান কাটা ও মাড়াইয়ে অংশ নিয়েছে দিনাজপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। 

সোমবার দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের নহনা গ্রামে জেলা ছাত্রলীগের সভাপতি মো. তানভীর ইসলাম রাহুলের নেতৃত্বে ছাত্রলীগ নেতৃবৃন্দ ধান কাটা শুরু করেন। কৃষক আতামুদ্দিন, নজরুল ও বাদশা মিয়া ৩ জনের জমিতে তারা ধান কাটেন। ওই ৩ কৃষক ৬ বিঘা জমিতে ধান আবাদ করেছেন। 

কৃষকরা জানান, প্রতি বিঘায় জমির ধান কাটা ও মাড়াই করতে সাড়ে ৫ হাজার টাকা প্রয়োজন। ৬ বিঘায় ৩৩ হাজার টাকা লাগতো। ছাত্রলীগের নেতাকর্মীরা এ ধান কাটায় মজুরী দেওয়ার টাকা বেচে গেলো। ছাত্রলীগের এ উদ্যোগের কারণে লোকসান কিছুটা হলেও লাঘব হয়েছে বলে জানান ওই তিন কৃষক। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর