২৭ মে, ২০১৯ ১৬:২৯

বাগেরহাটে সামুদ্রিক মৎস্য সম্পদ প্রকল্প নিয়ে কর্মশালা

বাগেরহাট প্রতিনিধি :

বাগেরহাটে সামুদ্রিক মৎস্য সম্পদ প্রকল্প নিয়ে কর্মশালা

বাগেরহাটে ‘সাসটেইনেবেল কোষ্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ’ প্রকল্প নিয়ে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার  সকালে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালা প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস।

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা অমল কান্তি রায়ের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, খুলনা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক রণজিৎ কুমার পাল, প্রীতিষ কুমার মল্লিক, সহকারী পরিচালক মো. বদরুজ্জামান, উপ-প্রকল্প পরিচালক সরোজ কুমার মিস্ত্রি, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আহাদ উদ্দীন হায়দার প্রমুখ।

বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলের মৎস্য সম্পদ সম্প্রসারণের সমস্যা চিহ্নিত করে সমাধানের উপায় খুঁজে বের করতে হবে। এজন্য সমুদ্রের তলদেশীয় ও উপরের মাছের জরিপ করে পদক্ষেপ নিতে হবে।

কর্মশালায় জেলার বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা উপজেলা চেয়ারম্যান, সাংবাদিক ও মৎস্যজীবী নেতারা উপস্থিত ছিলেন।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর