চাঁপাইনবাবগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে আতাউর রহমান স্টার নামে এক বিএনপি নেতাকে আটক করেছে পুলিশ।
আটককৃত আতাউর রহমান হচ্ছেন জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার গভীর রাতে শিবগঞ্জ উপজেলার পিয়ালীমারি বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
শিবগঞ্জ থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, আতাউর রহমান স্টার দীর্ঘদিন ধরে ফেসবুকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তি করে আসছিলেন। বিষয়টি স্থানীয়রা তাকে নিষেধ করলেও তিনি কারো কথা শুনেননি।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতেও আতাউর একই কাজ করলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
তার বিরুদ্ধে মামলা দায়েরের পর শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/কালাম