ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গরু জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ফুল মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
শুক্রবার দুপুর ৩টার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতাকুড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গরু জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে আব্দুল আউয়াল ও লিটন মিয়ার লোকজনদের মধ্যে সংঘর্ষ হয়। ফান্দাউক ইউনিয়নের চেয়ারম্যান বিষয়টি মিমাংসার জন্য শুক্রবার দুপুরে দুই পক্ষকে নিয়ে বসেন। এর মধ্যে উভয় পক্ষের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ ফুল মিয়া মারা যান।
নাসিরনগর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কাউছার জানান, নিহত বৃদ্ধের শরীরে আমরা কোনো আঘাতের চিহ্ন পাইনি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন