নিখোঁজের একদিন পর মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের তেলিকান্দি গ্রামের আশরাফ ঘরামীর ছেলে সিয়মের (৬) মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে বাড়ির পাশের খালের মধ্য থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার থেকে সিয়াম নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও সিয়ামকে পাওয়া যায়নি। এদিকে বাড়ির পাশে শুক্রবার সকালে খালের মধ্যে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে মরদেহটি খাল থেকে উদ্ধার করা হয়। এসময় নিখোঁজ সিয়ামের মরদেহ শনাক্ত করে তার পরিবার।
ধারণা করা হচ্ছে সিয়াম বৃহস্পতিবার খালের উপর থাকা সাঁকো দিয়ে পার হওয়ার সময় পড়ে যায় এবং পানিতে ডুবে যায়।
এ ব্যাপারে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান মিয়া, ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন