শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বেপরোয়াভাবে মোটরসাইকেল চালাতে গিয়ে নয়ন মাঝি (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ৩টার সময় উপজেলার গরীবেরচর-মোল্যারহাট সড়কের কাটাখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নয়ন মাঝি ওই গ্রামের ওলি মাঝির ছেলে।
নিহত নয়নের মামা আসলাম মিয়া জানান, বন্ধুর মোটরসাইকেল নিয়ে বিকেলে ঘুরতে বের হয় নয়ন। বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন