নেত্রকোণার পূর্বধলা উপজেলার বনপাড়া এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। নিহতের নাম মিলন মিয়া। শুক্রবার বিকেলে উপজেলার শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মিলন পার্শ্ববর্তী উপজেলা দুর্গাপুরের কাকৈরগড়া ইউনিয়নের রুমালি মিয়ার ছেলে। পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুর রহমান গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়েছে। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক