১৯ জুন, ২০১৯ ২১:৩১

মেছো বাঘের কামড়ে আহত ২

লালমনিরহাট প্রতিনিধি:

মেছো বাঘের কামড়ে আহত ২

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় একটি মেছো বাঘ আটক করেছে স্থানীয়রা। এসময় মেছো বাঘের কামড়ে দুই জন আহত হয়েছেন।

আজ বুধবার দুপুরে উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের শিয়ালটারী এলাকার বাঁশঝাড় থেকে মেছো বাঘটি আটক করা হয়। বাঘটির দৈর্ঘ্য ১ হাত, ওজন ২ কেজি। বর্তমানে সুস্থ আছে বাঘটি।

বাঘের কামড়ে আহতরা হলেন- উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের শফিকুল (৩০) ও মফিজুল (২৫)। এরা দুইজনই ওই গ্রামের মামুন মিয়ার ছেলে।

এলাবাসী জানান, বুধবার দুপুরে বাঁশঝাড়ে মেছো বাঘটিকে ওই এলাকার কয়েকজন দেখতে পায়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা সেখানে গিয়ে মেছো বাঘটি আটকের চেষ্টা করলে ওই এলাকার শফিকুল ও মফিজুলকে কামড় দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ধাওয়া করে বাঘটিকে আটক করেন। পরে হাতীবান্ধা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সামিউল আমিনকে খবর দেওয়া হয়।

পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিউল আলম রোকন বলেন, এক অন্যরকম অভিজ্ঞতা। আগে কখনও এমনটি ঘটেনি। মেছো বাঘটি দেখার জন্য শতশত মানুষ ভিড় করছেন।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিউল আমিন জানান, এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে রংপুরের চিড়িয়াখানায় খবর দেওয়া হয়েছে। তারা এসে নিয়ে যাবেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর